Wednesday, 21 June 2017
AMRITA'S FEATHERED FRIENDS: পাখ্পাখালির কথা/Story of our Feathered Friends
AMRITA'S FEATHERED FRIENDS: পাখ্পাখালির কথা/Story of our Feathered Friends: পাখির ছবি তোলা আমার বিশেষ একটি শখ। তাদে র রঙের বাহার, আচরণ, আকাশের বুকে ডানা মেলে ওড়ার ভঙ্গি, মনমুগ্ধ হয়ে দেখতে আর তা ক্যমেরায় বন্দী করতে ...
Tuesday, 20 June 2017
পাখ্পাখালির কথা/Story of our Feathered Friends
পাখির ছবি তোলা আমার বিশেষ একটি শখ। তাদের রঙের বাহার, আচরণ, আকাশের বুকে ডানা মেলে ওড়ার ভঙ্গি, মনমুগ্ধ হয়ে দেখতে আর তা ক্যমেরায় বন্দী করতে সর্বদা উন্মুখ থাকি। আজ প্রায় ৩-৪ বছর ধরে আমার লোকালয়ের আশেপাশের ও যখন যেখানে যাওয়ার সুযোগ হয়েছে সেখানকার পাখিদের ছবি তুলে আমার সংগ্রহশালার শ্রীবৃদ্ধি করেছি।
এতদিন ছবি তোলার পর, এখন মনে হচ্ছে, আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি ও যেটুকু জ্ঞান আমার ঝুলিতে ভরেছি তা সকলের সঙ্গে ভাগ করে নিলে কেমন হয়?বিশেষ করে যেসব ছোটো ছোটো বন্ধুরা রয়েছে তাদের সাথে এইসব পাখিদের পরিচয় করাতে পারলে আমার খুব ভাল লাগবে। আর সেই ভাবনা থেকেই আমার এই ব্লগ লেখা।
যে পাখির কথা দিয়ে শুরু করবো তার ছবি আমি একদম প্রথমের দিকেই তুলেছিলাম। তখন তার নাম ও আমার জানা ছিল না কিন্তু তার গায়ের রং দেখেই মুগ্ধ হয়েছিলাম।
কালোমাথা বেনে বৌ/ইষ্টিকুটূম
English name: Black-hooded oriole
Scientific name: Oriolus xanthornus
পুরুষ বেনে বৌ/Black Hooded Oriole(male) |
ছবিটি আমার খুব প্রিয় একটা ছবি,৩ বছর আগের তোলা হুগলীর ডানকুনি তে। বন্ধুরা, তোমরা ছবি দেখে বুঝতে পারছো যে এই পাখির মাথার দিকটা কালো,দেখে মনেহয় কালো একটা হুড পরে আছে তাই এই নাম।গ্রামে কথিত আছে,এই পাখি ডাকলে বাড়িতে অথিতি আসে আর এর ডাক শুনলে মনে হয় 'ইষ্টিকুটুম' 'ইষ্টিকুটুম' বলে ডাকছে,তাই একে ইষ্টিকুটুম' পাখিও বলা হয়।বেনে বৌ কেন বলা হয় তারও একটা গল্প আছে।এক বেনে বাড়ির বৌ শাশুড়ীর অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছিল,একদিন খুব খিদে পাওয়ায় সে পিঠে বানিয়ে শাশুড়ীর অবর্তমানে নিজেই খাচ্ছিল,রান্নাঘরে ছিল বলে তার সারা শাড়ীতে হলুদ লাগানো ছিল।শাশুড়ী হঠাৎ এসে যাওয়ায় সে ভয় পেয়ে দৌড়ে পাশের পুকুরে ঝাঁপ দিল ও মরে গেল কিন্তু এক দেবী তাকে বাঁচিয়ে দিল ও তাকে পাখি বানিয়ে দিল।গায়ের রং হলুদ আর মাথাটা করল কালো।সেইজন্য এর নাম বেনে বৌ।
পুরুষ বেনে বৌ /Black hooded oriole(male). এই ছবিটি হুগলীর রিষড়াতে তোলা |
পরিচয় ও আবাস
এসব তো গেল গল্পকথা,এবার এর আসল পরিচয় একটু জানা যাক। এরা 'ওরিওলে'(oriole) পরিবারের সদস্য। এদের স্থায়ী আবাস হলো ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এইসব গ্রীষ্মপ্রধান দেশ।এরা পারিযায়ী পাখি নয়, সারাবছর একজায়গায় থাকে,সেখানেই ডিম পাড়ে ও বংশবিস্তার করে।এরা গাছেই বাসা তৈরি করে ডিম পাড়ে আর গাছেই থাকতে পছন্দ করে।
স্বভাব
এরা খুব লাজুক প্রকৃতির হয়।মানুষের সংস্পর্শ এড়িয়ে চলে।গাছের ডালপালার আড়ালে লুকিয়ে থেকে ডাকতে পছন্দ করে।এদের ভাল ছবি তুলতে গিয়ে আমাকে তাই অনেক অপেক্ষা করতে হয়েছে । লোকালয়ের থেকে বন জঙ্গল এদের বেশি প্রিয়।
দেহের বর্ণনা
এদের গায়ের প্রধান রং সোনালী হলুদ আর তা্র উপর ল্যাজ ও ডানাতে কালো দিয়ে সুন্দর কাজ করা। মাথাটা পুরো কালো।এককথায় অপূর্ব।পুরুষ আর মহিলা প্রায় সমান দেখতে,শুধু মহিলাদের হলুদ রং পুরুষদের তুলনায় একটূ অনুজ্জল পেটের দিকে জলপাই রং এর ছোঁয়া আছে। এদের উভয়ের ঠোঁট হাল্কা গোলাপী ও চোখ লাল।অপরিণতদের ঠোঁট ও চোখ দুই কালো হয়।কপাল হলুদ ও তাতে কালো ছিট ছিট দাগ থাকে।গলার দিকে সাদার উপর কালো দাগ পেটের দিকে হলুদের উপর হাল্কা কালো ছিট ছিট দাগ থাকে। এরা লম্বায় ২৩ - ২৭ সেমি হয়ে থাকে।
অপরিণত/Juvenile/immature (হুগলী,রিষড়া/Hooghly,Rishra)
অপরিণত/Juvenile/immature (হুগলী,রিষড়া/Hooghly,Rishra)
সন্তান ও বাবা/Child with its father |
তরুণ/Subadult (in Sundarban ) |
এদের ডাক খানিকটা বাঁশির সুর ও খানিকটা কর্কশ এর সংমিশ্রণ।শুনতে মিষ্টি লাগে।
খাদ্য
এরা পোকামাকড় ,গাছের ফল এসব খেতে ভালবাসে, ফলের মধ্যে ডুমুর এদের সবচেয়ে প্রিয়।
এরা যখন তাদের ডানা প্রসারিত করে আকাশের বুকে ওড়ে তখন দেখতে বেশ লাগে,এদের এই মুহুর্তকে ক্যামেরাতে ধরা বেশ সময়সাপেক্ষ ।আমি অনেকটা সময় ব্যয় করার পর পেয়েছিলাম। এই পাখিটির দেখা আমার রিষড়ার বাড়ীর আশেপাশে অনেকবার পেয়েছি, এর সুমিষ্ট ডাকের সাথে আমার পরিচয় বেশ নিবিড়।
তাহলে বন্ধুরা, কালোমাথা বেনে বৌ এর সাথে তোমাদের কিছূটা পরিচয় নিশ্চই হয়েছে।বিশেষ করে আমার ছোটো বন্ধুরা, তোমরা যদি একে কখনো দেখ তাহলে চিনতে ভুল করবে না নিশ্চয়।
English version
I am a bird photographer. It was my hobby when I had started it 4 years back but now it has become my passion.I really enjoy to observe their behaviour, movements,activities and beautiful coloration of plumage. I become delighted to see them flying or gliding in the sky .It gives me a heavenly pleasure. I am starting to write this blog to share my experience about them. I will be glad to introduce them with you ,specially with my little friends.
I will inaugurate with the introduction of one of my favourite birds, 'Black-hooded oriole.' If you see them, you can observe, with a golden yellow body they have a solid black head. It seems that, they have worn a black hood.This is the reason behind the name.
The black-hooded oriole (Oriolus xanthornus) is a passerine bird and a member of the oriole family.They are widely found in tropical countries like India, Bangladesh, Sri Lanka, and Indonesia. All over the year they live in the same place, they never migrate. They are very shy in nature, always try to avoid human contact.This is why they prefer forest area than human interaction. In human area they like to hide themselves behind the leaves and branches. I have faced a lot of difficulties to get a clear picture. You need patience to frame them.
They love to stay in the open woodlands and cultivation. For building a nest, they always prefer a tree. They spend most of their time in the tree canopies, they don't like to forage on the ground.Their favourite diet is insects, fruits, berries. Fig is most-liked among them.
The male is striking, with the typical oriole black and yellow colouration. The plumage is predominantly yellow, with a solid black hood. They also have beautiful black designs in the wings and tail centre.
The female black-hooded oriole is similar with male, but comparatively their yellow feathers are duller than the male and has an olive green underpart. The female has also the black hood. Both male and female have a light pink bill and red eyes. They are 23 to 27 cm in size.
Young birds are like the female, but have dark streaks on the underparts, and their hood is not solidly black, especially on the throat. Their bill and eyes are black.
The Black-hooded oriole's flight is strong and direct with some shallow dips over longer distances.
The call of these birds is very soft and sweet with the mixture of fluty and harsh sound. In Hooghly area I have met with them many times and have a deep relation with their sweet tone.
So friends, now you have got an idea about this yellow bird. I am sure, when you will see this bird, will never do a mistake to identify it. :-)
In the next blog I will introduce you to a little green bird.
please post a comment for inspiration. :)
অবশ্যই মতামত দেবেন। :)
Subscribe to:
Posts (Atom)